ভূরুঙ্গামারীতে কান্না শুনে নবজাতক উদ্ধার

ভূরুঙ্গামারী প্রতিনিধি
২৪ মে ২০২৫, ১২:৫০
শেয়ার :
ভূরুঙ্গামারীতে কান্না শুনে নবজাতক উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কান্নার শব্দ শুনে বাড়ির পাশ থেকে নবজাতককে উদ্ধার করেছে এক গৃহবধূ । 

গতকাল শুক্রবার সকালে উপজেলার দেওয়ানের খামার গ্রামের বাংলালিংক টাওয়ার সংলগ্ন মিলনের বাড়ির পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারকারী ওই গৃহবধূ বলেন, ‘সকালে হঠাৎ করে বাড়ির ওয়াশরুমের পাশ থেকে একটি ছোট শিশুর কান্নার শব্দ শুনতে পাই। কাছে গিয়ে দেখি ফুটফুটে একটি কন্যা সন্তান। এরপর স্থানীয়দের মাধ্যমে চেষ্টা করে শিশুটির অভিভাবক কাউকে খুঁজে না পেয়ে থানায় নিয়ে আসি। পরে পুলিশ থানায় জিডি করে হাসপাতালে পাঠায়। এখানে ডাক্তার ও নার্সের সহযোগিতায় আমরা শিশুটির দেখভাল করছি।’

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তৌহিদুর রহমান জানান, দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে আনুমানিক পাঁচ দিন বয়সি নবজাতক কন্যা শিশুটিকে থানা থেকে হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুটি সম্পুর্ণ সুস্থ আছে। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির সার্বক্ষনিক দেখশুনা করছে।

শিশুটিকে উদ্ধারকারী আসমাউল হোসনা ও তার স্বামী মিলন বলেন, ‘শিশুটিকে নেয়ার জন্য একজন এক লক্ষ, একজন পঞ্চাশ হাজার টাকা দিতে চেয়েছেন। আমরা তা গ্রহন করিনি। আমাদের কোনো সন্তান নেই। তাই শিশুটির অভিভাবক খুঁজে না পেলে আমরাই শিশুটিকে নিতে চাই।’

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নবজাতক শিশুটিকে থানায় আনার পর সাধারণ জিডি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও উপজেলা সমাজসেবা অফিসারকে বিষয়টি অবহিত করা হয়েছে। পরবর্তীতে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।’