পিজিসিবির এমডি হলেন আবদুর রশিদ খান

নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৫, ১১:০১
শেয়ার :
পিজিসিবির এমডি হলেন আবদুর রশিদ খান

আবদুর রশিদ খানকে রাষ্ট্রীয় কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর ব‍্যবস্থাপনা পরিচালক হিসেবে তিন বছরের জন‍্য নিয়োগ দিয়েছে সরকার। আজ শনিবার থেকেই তিনি কোম্পানিতে যোগদান করবেন বলে জানা গেছে।

এর আগে তিনি কোম্পানিতে ব‍্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করে এসেছিলেন।

তবে সরাসরি ব‍্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিতে সরকার বিজ্ঞপ্তি ছাপে। সেখানে পরীক্ষা দিয়ে আবদুর রশিদ খান প্রথম হয়েছেন। নিয়োগ বোর্ড পরে তাকে নিয়োগ দিতে সুপারিশ করলে কোম্পানিটির অধিকাংশ শেয়ারের মালিক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাতে সম্মতি প্রদান করে। 

পিডিবি সূত্রে জানা যায়, নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছেন আবদুর রশিদ খান, নির্বাহী পরিচালক (পিএন্ডডি) ও ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), পাওয়ার গ্রিড বাংলাদেশ, দ্বিতীয় হয়েছেন বি এম মিজনুল হাসান, প্রধান প্রকৌশলী, সিস্টেম অপারেশন, পাওয়ার গ্রিড বাংলাদেশ এবং তৃতীয় হয়েছেন কিউ এম শফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক (অপারেশন), ডিপিডিসি।