মাছ ব্যবসার বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

চকরিয়া (কক্সবাজার প্রতিনিধি)
২৩ মে ২০২৫, ১৭:৩২
শেয়ার :
মাছ ব্যবসার বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজারের চকরিয়ায় মাছ ব্যবসার লাভ নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মনির আহমদ (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মনির আহমদ ওই এলাকার বাসিন্দা। অভিযুক্তরা একই এলাকার দুই ভাই—মো. আজাদ বাবু (২০) ও মো. মারুফ (২৫)। ঘটনার পর তারা দুজনই পলাতক।

চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নুরুছ শফি জানান, মনির ও আজাদ বাবু একসঙ্গে মাছের ব্যবসা করতেন। সম্প্রতি ব্যবসার লাভ নিয়ে প্রতারণার অভিযোগে মনির তাকে অংশীদারিত্ব থেকে বাদ দেন। এর জের ধরেই বৃহস্পতিবার আজাদ ও তার ভাই মারুফ মনিরের বাড়িতে গিয়ে তর্কে জড়ান। একপর্যায়ে আজাদ পকেট থেকে ছুরি বের করে মনিরের বুকে উপর্যুপরি আঘাত করেন। ছুরিকাঘাতে মনির মাটিতে লুটিয়ে পড়লে দুই ভাই পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মনিরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রিয়াসাদ আজিম জানান, মনিরের পেটের ওপর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা খারাপ হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পটিয়ায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে শুনেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘মনির আহমদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।’

প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের হাসিনারমারকাটায় ছুরিকাঘাতে আরেক যুবক আরিফ নিহত হন। অভিযুক্ত বখাটে সুজনসহ পাঁচজনকে সেনাবাহিনী ও পুলিশ গ্রেপ্তার করে।