সাভারে প্রকাশ্যে হত্যার ঘটনায় সাবেক নেতা গ্রেপ্তার
সাভারে প্রকাশ্যে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় জাকের পার্টির সাবেক নেতা মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুরের গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।
সাফার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার রাতে সাভারের ব্যাংক কলোনী মহল্লায় বিএনপি'র কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বাসার সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় অটোমোবাইল ওয়ার্কশপের রং মিস্ত্রি শাহীনকে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে ছায়া তদন্তে নামে র্যাব-৪ এর সদস্যরা।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীকে শনাক্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় আটক করা হয় মেহেদী হাসানকে। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডের ব্যবহৃত লাইসেন্স কৃত বিদেশী পিস্তল সহ ১৭ রাউন্ড বুলেট।
জুয়েল মিঞা আরও বলেন, প্রাথমিক স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন মেহেদী হাসান।