দেশে ফিরেই বিমানবন্দরে আটক আ. লীগ নেতা গিয়াস উদ্দিন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১৪:৪৫
শেয়ার :
দেশে ফিরেই বিমানবন্দরে আটক আ. লীগ নেতা গিয়াস উদ্দিন

আমেরিকা থেকে দেশে ফিরে এসে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন। তার বিরুদ্ধে মিরসরাই উপজেলার দুটি থানায় একাধিক মামলার তথ্য পেয়ে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে আমেরিকা থেকে স্ত্রীসহ তিনি বিমানবন্দরের ইমিগ্রেশনে যান। এ সময় মিরসরাই থানায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি ভাংচুর মামলার ৫ নং আসামি থাকায় তাকে ওই মামলায় আটক করা হয় বলে পুলিশ জানায়।

মিরসরাই থানা পুলিশ জানায়, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে জানানো হয়েছে আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। মিরসরাই থানার পুলিশ তাকে নিয়ে আসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছে। সন্ধ্যার মধ্যে মিরসরাই থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে আর কোনো মামলা রয়েছে কিনা যাচাই করা হবে।

গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকার পর তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ গিয়াস উদ্দিনকে আটক করে মিরসরাই থানায় জানায়। 

প্রসঙ্গত, ২০২৪ সালে অনুষ্ঠিত ৭ জানুয়ারী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম ১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতিকে নির্বাচন করেন। নির্বাচনে গিয়াস উদ্দিন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর পুত্র মাহবুব উর রহমান রুহেলের কাছে হেরে যান। জুলাই বিপ্লব আন্দোলন শুরুর আগের দিন ১৬ জুলাই গিয়াস উদ্দিন স্ব-স্ত্রীক আমেরিকা চলে যান। দীর্ঘ ১০ মাস পর দেশে ফিরে শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে গ্রেপ্তার হন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন।