বাংলামোটরে কাভার্ড ভ্যান চাপায় কলেজছাত্র নিহত
রাজধানীর বাংলামোটরে কাভার্ড ভ্যানের চাপায় আরশাদ আহমেদ সরকার (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আরশাদ লালবাগের ওয়াটার ওয়ার্কস রোড এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। সে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ভোর চারটার দিকে বাংলামটর মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল সহ রাস্তায় ছিটকে পড়ে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়। রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সকাল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এসআই আরও বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যানটিকে জব্দ ও চালক কে আটক করা হয়েছে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?