মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গাংনী মেহেরপুর প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১২:৫১
শেয়ার :
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎপৃষ্টে হাউস আলী (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে তার নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে মারা যান তিনি।

জানা গেছে, হাউস আলী দক্ষিণ ভরাট গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে। 

হাউস আলীর বড় ভাই গিয়াস উদ্দিন জানান, গ্র্যান্ডিং মেশিন দিয়ে হাউস আলী তার নিজ বাড়ির স্টিলের দরজা কাটছিলেন। এ সময় বিদ্যুৎপৃষ্ঠে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তবে, এ ব্যাপারে বক্তব্য জানতে জরুরি বিভাগে গেলে মেডিকেল অফিসারকে পাওয়া যায়নি। 

এদিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরাইল এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।