সফল সাকিব, ফাইনালের পথে এক পা লাহোরের
এলিমিনেটর ম্যাচ মানে হারলেই বাদ, জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে সুযোগ থাকবে ফাইনালে ওঠার। কঠিন এই ম্যাচে সঠিক পথেই রইল সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনদের দল লাহোর কালান্দার্স। এলিমিনেটর ম্যাচে করাচি কিংসকে তারা হারিয়েছে ৬ উইকেটে।
যদিও গতকাল বৃহস্পতিবার লাহোরের একাদশে সাকিব সুযোগ পেলেও জায়গা হয়নি মিরাজ ও রিশাদের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৯০ রান করে করাচি। জবাব দিতে নেমে ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় লাহোর। দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের খেলতে হবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।
গতকাল ম্যাচে মাত্র এক ওভার বল করেন সাকিব। সপ্তম ওভারে এসে সেই ওভারে মাত্র ৪ রান দিয়ে জেমস ভিন্সের উইকেট তুলে নেন তিনি। ব্যাটিংয়ে অবশ্য নামতে হয়নি তার। আগেই জিতে যায় শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন দল লাহোর।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
সাকিবদের দলে অবশ্য সেরা বোলার হারিস রউফ। ৩৫ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ২ উইকেট নিতে শাহিনকে খরচ করতে হয়েছে ৪৭ রান। করাচির হয়ে ৫২ বলে সর্বোচ্চ ৭৫ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান (১৪ বলে) করেন খুশদিল শাহ।
লাহোর সহজ জয় পায় মূলত তিনে নামা আব্দুল্লাহ শফিকের ব্যাটে। ৩৫ বলে ৬৫ রান করেন তিনি। ২৮ বলে ৪৭ রান করে দারুণ অবদান রাখেন ওপেনার ফখর জামানও। শেষের দিকে কাজটি সম্পন্ন করেন দুই শ্রীলংকান কুশল পেরেরা (২৪ বলে ৩০) ও ভানুকা রাজাপাকসে (১২ বলে ২৩*)।