আম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১০:৫৬
শেয়ার :
আম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

নরসিংদীর শিবপুরে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে খালেকুজ্জামান কনক (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর পশ্চিমপাড়া গাজী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত খালেকুজ্জামান কনক জয়নগর পশ্চিমপাড়া গ্রামের জাকির হোসেন (কাজল) মিয়ার ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে কাজল মিয়া ও তার ছেলে খালেকুজ্জামান কনক বাড়ির পাশের একটি আম গাছ থেকে আম পাড়তে যান। আম গাছে উঠে আম পাড়ার সময় গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ছেলে কনকের মৃত্যু হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ‘বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’