জুতা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
সুনামগঞ্জের দোয়ারাবাজারের হাজীনগর গ্রামে জুতা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওয়াহিদ আলী (৭৬) নামের এক বৃদ্ধ নিহত হন। এছাড়া এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন ৫ জন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজী নগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ একই গ্রামের মৃত খুরশিদ আলীর পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব ও প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল বাড়ির পাশে পুকুর ঘাটে হাতমুখ ধুতে যায়। এ সময় পুকুরঘাট থেকে হাবিবের জুতা চুরি হয়ে গেলে এ নিয়ে হাবিব ও ইকবালের মধ্যে কথা কাটাকাটি ও হাতিহাতি হয়। এর জের ধরে রাত সাড়ে ৯টার দিকে হাবিব ও ইকবালের অভিভাবকদের মধ্যেও কথা কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রতিবেশী উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে ওয়াহিদ আলী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে বৃদ্ধ ওয়াহিদ আলীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’