সাভারের সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

সাভার প্রতিনিধি
২৩ মে ২০২৫, ০৯:৩৫
শেয়ার :
সাভারের সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

সাভারে সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে ২ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুর এলাকার আর এন্ড আর সিএনজি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া।

পুলিশ জানায়, ওই সিএনজি স্টেশন থেকে ড্রামবোঝাই একটি ট্রাকে গ্যাস নেওয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ২ জন দগ্ধ হন এবং বিস্ফোরণে ট্রাকসহ গ্যাস নিতে আসা একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে, প্রাথমিকভাবে তাদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।