বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে: আজহারী
রাজনৈতিক অঙ্গণে চলছে চরম উত্তেজনা। দেশের বর্তমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথাও বলেছেন অধ্যাপক ইউনূস। সেখানে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন তিনি।
এ পরিস্থিতিতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এ বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ প্রত্যেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের মত তুলে ধরেন। এবার সে তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
ফেসবুক পোস্টে আজহারী বিভাজনের মাধ্যমে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে বলে সতর্ক করেছেন। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আজহারী বলেন, ‘জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটি জরুরি। বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে। ভুলে গেলে চলবে না-স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। শান্ত হোন, ঐক্যবদ্ধ থাকুন।’
এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের খবর পেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জানা যায়, বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং চলমান আন্দোলনের প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূস তার দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা অনুভব করছেন। ফলে তিনি তার পদত্যাগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।