ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হলেন রুহুল আলম সিদ্দিকী
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠিয়েছে সরকার। আর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব করা হয়েছে রুহুল আলম সিদ্দিকীকে।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে, জসীম উদ্দিনের ছুটিতে যাওয়া সাপেক্ষে রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দৈনন্দিন কার্য সম্পাদন করবেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে জিজ্ঞাসা করা হয়, পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে অবসরে পাঠানো হয়েছে কি না- জবাবে তিনি বলেন, ‘পররাষ্ট্র সচিব জসীম নিজেই এই অবস্থান থেকে সরে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে। আগামী দু-এক দিনের মধ্যেই উনি দায়িত্ব ছেড়ে দেবেন।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
পররাষ্ট্র সচিব কেন চলে যাচ্ছেন বা আপনারা কেন চলে যেতে দিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘এইটা আসলে এক্সেপ্লেইন (ব্যাখ্যা) করার মতো না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন এবং তেমন কিছু কারণে হতে পারে।’