লাহোরকে নিয়ে আশাবাদ জানিয়ে সাকিব কথা বললেন বাংলাদেশ নিয়েও
মাঝপথে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাক পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এরই মধ্যে লাহোর কালান্দার্সের হয়ে এক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এবার প্লে-অফের পালা। এলিমিনেটর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে লাহোর ও করাচি কিংস। তার আগে নিজ দলকে নিয়ে আশাবাদ দেখিয়েছেন সাকিব। তিনি কথা বলেছেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়েও।
জিও নিউজকে সাকিব বলেন, ‘এর আগেও আমি পিএসএল খেলেছি এবং এটা সবসময়ই দারুণ অভিজ্ঞতা ছিল। যখনই আমি পিএসএল খেলতে এসেছি, আমার অভিজ্ঞতা ইতিবাচক ছিল। গত ১০ বছরে পিএসএলের কলেবর বৃদ্ধি পেয়েছে।’
করাচির বিপক্ষে আত্মবিশ্বাসীও সাকিব, ‘কোয়ালিফায়ারে ওঠার জন্য জয় খুব গুরুত্বপূর্ণ। করাচির বিপক্ষে আমাদের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ, আমাদের ম্যাচটি জিততে হবে এবং এটাই আমাদের বর্তমান লক্ষ্য। করাচি কিংস খুব ভালো দল এবং আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে।’
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
সতীর্থ শাহিন আফ্রিদি ও হারিস রউফদের সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতা নিয়ে সাকিবের ভাষ্য, ‘লাহোর কালান্দার্স দুর্দান্ত দল। আমি এর আগে শাহিন আফ্রিদি ও হারিস রউফদের বিপক্ষে খেলেছি এবং এখন তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করছি। তাদের সঙ্গে পরিচিত হয়ে ভালো লেগেছে।’
দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব। বিষয়টি নিয়ে ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘যখন আপনি দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরবেন, আপনার খুব উত্তেজনা কাজ করবে। উত্তেজনা ছাড়াও, আপনার দেখতে হবে শরীর কীভাবে কাজ করছে। দীর্ঘ বিরতির পর খেলা একটু ভিন্ন ব্যাপার। সামনের ম্যাচগুলো আমার জন্য অবশ্যই ভালো হবে।’
আগামী ২৮ মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়ায় খেলছেন না সাকিব। তবে দুদলের মধ্যে দারুণ একটি সিরিজের অপেক্ষা করছেন তিনি, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দারুণ একটি সিরিজ হতে যাচ্ছে। দুই দলেই অনেক তরুণ ক্রিকেটার আছে এবং এই তরুণরা ভালো পারফর্ম করার জন্য মুখিয়ে থাকবেন।’