হাইকোর্টের রায়ে বৃষ্টি উপেক্ষা করে ইশরাক সমর্থকদের উচ্ছ্বাস-মিছিল
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো বাধা নেই- হাইকোর্টের এমন রায়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার সমর্থকরা। খবর পেয়ে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় স্লোগান দিয়ে নেতাকর্মীরা বলতে শোনা যায়, এই মুহূর্তে খবর এলো, ইশরাক মেয়র হলো’, ‘এই মাত্র খবর এলো, জনগণের বিজয় হলো’। এরপর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে কাকরাইল মসজিদ মোড় থেকে মৎস্য ভবন মোড়ের দিকে রওনা দেন।
জানা গেছে, নগর ভবনের সামনে টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। আজ বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি অব্যাহত রেখেছেন। বুধবার রাতভর সেখানেই অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সরেজমিন দেখা গেছে, কাকরাইল মোড় থেকে যমুনার দিকে যেতে সড়কের ডান পাশে পুলিশের ব্যারিকেডের সামনে শতাধিক নেতাকর্মী বসে ও দাঁড়িয়ে রয়েছেন। ছোট ছোট দলে আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন আরও নেতাকর্মী।
সারারাত অবস্থান করা কিছু নেতাকর্মীকে বিশ্রাম নিতে দেখা যায়। কেউ কেউ আবার রাস্তায় বিছিয়ে রাখা ত্রিপলে শুয়ে-বসে বিশ্রাম নিচ্ছিলেন। কাকরাইল মোড় থেকে মৎস্য ভবনের দিকে যাওয়ার সড়কে বেশ কিছু নেতাকর্মী ইশরাকের পক্ষে স্লোগান দিতেও দেখা যায়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ সময় ‘রাজপথের ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’; ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’; ‘যমুনারে যমুনা, আমি কিন্তু যাব না’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’; ‘আদালতে হস্তক্ষেপ, চলবে না, চলবে না’; ‘এ লড়াইয়ে জিতবে কারা, ইশরাক ভাইয়ের সৈনিকেরা’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।
উল্লেখ্য, বিএনপির নেতাকর্মীদের এ অবস্থান কর্মসূচি শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরে। তবে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মৎস্য ভবন মোড়, কাকরাইল মসজিদের সামনের মোড়সহ আশপাশের এলাকায় তারা অবস্থান নেন। সড়কে অবস্থান নিয়ে দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা।