পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু
পুকুরের পানিতে ডুবে ২ ভাই-বোনের করুন মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় চাঁদপুরের হাইমচরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত দুই শিশু রাহিম (৪) ও ফাওজিয়া (২) পাড়াবগুলা গ্রামের হারুনুর রশিদ হাওলাদারের সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ২ শিশু প্রতিদিনের মতো খেলাধুলা করতে ঘরের বাইরে চলে যায়। শিশুদের মা পারিবারিক কাজে ব্যস্ত থাকায় মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘরের পাশে থাকা পুকুর পাড় চলে যায়। ভাই বোন দুই শিশু মায়ের চোখের আড়াল হওয়ায় সন্তানদের দেখতে না পেয়ে তিনি খোঁজ করতে থাকেন। ১০ মিনিটের ব্যবধানে শিশু দু'টির মরদেহ পানিতে ভেসে উঠে। তার চিৎকারে লোকজন এসে তাদের উদ্ধার করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত ডাক্তার অমিত কুমার সরকার শিশু দু'টির মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, পানিতে পড়া দুই শিশুকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসলে আমরা পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করি। পরিবারের লোকজন মৃত শিশুদের তাদের বাড়িতে নিয়ে যান।