জয়পুরহাটে সাড়ে ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় তেল বহনকারী একটি ট্রেনের লরি লাইনচুত্য হওয়ার সাড়ে ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
গতকাল বুধবার রাত পৌনে ১০টায় লাইনচুত্য হলে আড়াইটার দিকে তা স্বাভাবিক হয়।
এর আগে ট্রেন লাইনচুত্যের ঘটনায় জয়পুরহাটের সঙ্গে পার্বতীপুর-সান্তাহার রুটসহ সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।
জয়পুরহাট রেল স্টেশনের মাস্টার নাহিদা আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।
জয়পুরহাট রেলস্টশন সূত্রে জানা গেছে, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলবোঝাই ট্রেন রাত সাড়ে ৯টায় জয়পুরহাট রেলস্টেশন ত্যাগ করে। এর কিছু পর রাত পৌনে ১০টার দিকে পুরানাপৈল রেলগেইট থেকে কিছুটা উত্তর দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে জেলার সঙ্গে উভয় দিকের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ওই সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ও পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন রেলস্টেশনগুলোতে আটকে ছিল।
জয়পুরহাট রেল স্টশনের মাস্টার নাহিদা আকতার সাংবাদিকদের বলেন, ‘তেলবাহী একটি ট্রেন পুরানাপৈল এলাকায় লাইনচ্যুত হয়। এতে উভয় দিকের ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধারকারী ট্রেন এসে রাত আড়াইটার দিকে লাইনচুত্য ট্রেনটিকে স্বাভাবিক করে। আর তখন থেকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।’