দর্শক মাতাচ্ছে প্রিন্স রোমানের ‘খরগোশ নাকি লাভবার্ডস’
তরুণ নাট্যকার ও নির্মাতা প্রিন্স রোমান পিকিউ এবার একেবারেই নতুন জুটিকে নিয়ে নির্মাণ করেছেন একক নাটক ‘খরগোশ নাকি লাভবার্ডস’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত সাদ নাওভি ও রিয়া মনি।
নির্মাতা জানান, তিনি সবসময় নতুনদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
বলেন, ‘নতুনদের মধ্যেও যারা কোয়ালিটি প্রডাকশনে আগ্রহী, তাদের নিয়ে কাজ করতেই আমি আগ্রহী।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নতুন শিল্পীদের নিয়ে কাজ করতে গিয়ে কিছু চ্যালেঞ্জ থাকলেও তা আত্মবিশ্বাসের সঙ্গেই সামলান পিকিউ। তিনি বলেন, ‘আমার পরিকল্পনা পরিষ্কার থাকলে চাপ নিয়েও ভালো কাজ করা সম্ভব।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন শওকত শোভন, আজম খান, ডিকন নুর, নওশিন দিশা, নুসরাত রাইসা, সামি রহমানসহ অনেকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রকাশের মাত্র ৩ দিনের মধ্যে ইউটিউবে নাটকটির মন্তব্য ঘরে এসেছে ৮০০-র বেশি কমেন্ট। দর্শকরা নবাগত সাদ নাওভি ও রিয়া মনি জুটিকে দারুণভাবে গ্রহণ করেছেন এবং তাদের আবারও একসঙ্গে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।