২০০ পিস ইয়াবাসহ শিক্ষক আটক

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
২১ মে ২০২৫, ২০:৪৭
শেয়ার :
২০০ পিস ইয়াবাসহ শিক্ষক আটক

নেত্রকোনার কেন্দুয়ায় ২০০ পিস ইয়াবাসহ মাসুদ রানা হারুন (৪৫) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত হারুন রশিদ উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেচন্দুরী গ্রামের বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী তাড়াইল উপজেলার আকবপুর আলিম মাদরাসার একজন শিক্ষক।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম।

এসআই জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে পাইকুড়া ইউনিয়নের পেছন্দরী মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়েছে পেমই তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম। এ সময় একজনের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

পরে অভিযুক্তকে আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।