বিএনপিপন্থী উপাচার্য-প্রক্টরদের ঈদের আগে পতদ্যাগ দাবি
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া বিএনপিপন্থী উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তাদের আগামী ঈদুল আজহার আগেই পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।
আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবিসহ মোট তিনটি দাবি জানান তিনি। সেগুলো নিচে দেওয়া হলো:
১. ছাত্রসংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।
২. মির্জা ফখরুল ইসলাম তার বন্ধু ওয়াহিদ উদ্দিন মাহমুদের মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মনোনীত ও পরিচালিত করছেন, তাদের ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে।
৩. সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে আন্দোলন ক্যাম্পাস থেকে রাজপথে ছড়িয়ে যাবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার