২৫ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি প্রতিনিধি
২১ মে ২০২৫, ১৯:১৫
শেয়ার :
২৫ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

গ্রীষ্মকালীন ও আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২৫ দিনব্যাপী ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন ও ঈদ-উল-আযহা উপলক্ষে ২২ মে হতে ১৫ জুন পর্যন্ত ২৫ দিন ক্লাস বন্ধ থাকবে। এছাড়াও অফিস ছুটি থাকবে ২৮ মে থেকে ১২ জুন পর্যন্ত মোট ১৬ দিন।

দীর্ঘ দিন পর লম্বা ছুটি পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে শুরু হয়েছে উৎসবের আমেজ। নিয়মিত ক্লাস, পরিক্ষা, প্রেজেন্টেশনের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শিক্ষার্থীরা।

পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, ‘গ্রীষ্মকালীন ও ঈদ মিলিয়ে লম্বা ছুটি পাওয়া গেছে। আগামীকাল বাড়ি যাব। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি একাডেমিক লাইফের বাইরে কিছু করার চিন্তা করব।’