বিতর্কিত ঢাকা বোট ক্লাবে বাপাউবোর উচ্ছেদ অভিযান
সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড ও আশেপাশের এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। আজ বুধবার দুপুর থেকে বেশ কয়েকটি বুলডোজার এবং এস্কেভেটর নিয়ে শুরু হয় এই অভিযান।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত জানান, সাভারের বড়কাকর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জমি অধিগ্রহণ করে নির্মাণ করা হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অবৈধ প্রভাব খাটিয়ে সেই অধিগ্রহণকৃত জায়গার পৌনে ১১ একর জমি অবৈধভাবে দখল করে সেখানে নানা রকম স্থাপনা গড়ে তুলেছে বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড।
এর আগে ৭দিনের সময় দিয়ে গত ২৪ জানুয়ারি বোট ক্লাবের সীমানা প্রাচীরের ভেতর অন্তর্ভুক্ত করা সরকারি জমি ছেড়ে দেওয়ার নোটিশ দেয়া হলেও তাতে কর্ণপাত করেনি ক্লাব কর্তৃপক্ষ। দীর্ঘদিন অতিবাহিত হলেও ঢাকা বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ কোন সাড়া দেননি। তবে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও বক্তব্য দিতে অস্বীকৃতি জানায় ঢাকা বোট ক্লাব কর্তৃপক্ষ। ফলে বেআইনি ও অবৈধভাবে সরকারি জমি দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান চলছে বলে জানান বাপাউবো নির্বাহী প্রকৌশলী।
প্রসঙ্গত, একুশ শতকের সর্বাধুনিক প্রযুক্তিসহ বিনোদনের অঙ্গীকার নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে ঢাকা বোট ক্লাব। রুবেল আজিজ ও তার ভাই শওকত আজিজ রাসেল, বখতিয়ার আহমেদ, শাহেদুল ইসলাম, জহির আহমেদ, আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও নাসির উদ্দিন আহমেদ মিলে ক্লাবটি প্রতিষ্ঠা করেন।
অভিযোগ রয়েছে, কিছু জায়গা কেনার পর সরকারি জায়গা ছাড়াও ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে গড়ে তোলা হয় অভিজাত এই ক্লাবটি। তৎকালীন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ ক্লাবের সভাপতি দায়িত্ব থাকায় নানা অনিয়ম এবং অবৈধ কার্যক্রম পরিচালিত হলেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। ক্লাবের বর্তমান সদস্যসংখ্যা প্রায় দুই হাজার।
২০২১ সালের ৯ জুন গভীর রাতে ওই ক্লাবে চলচ্চিত্র অভিনয়শিল্পী পরীমনি ওই ক্লাবে নিজের ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করার পর থেকেই বিতর্কের কেন্দ্রে চলে আস ঢাকা বোট ক্লাব।