বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধকে ইতিবাচক হিসেবে দেখছেন উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক
২১ মে ২০২৫, ১৭:৪৮
শেয়ার :
বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধকে ইতিবাচক হিসেবে দেখছেন উপদেষ্টা আসিফ

স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটি সুযোগ বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল মঙ্গলবার ঢাকার সাভারে জাতীয় যুব ইন্সটিটিউটে যুব সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘ মেয়াদে আমরা মনে করি, এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।’

প্রসঙ্গত, ভারত যেসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিকসামগ্রী, সুতা ও সুতার উপজাত এবং আসবাবপত্র।