বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধকে ইতিবাচক হিসেবে দেখছেন উপদেষ্টা আসিফ
স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটি সুযোগ বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল মঙ্গলবার ঢাকার সাভারে জাতীয় যুব ইন্সটিটিউটে যুব সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘ মেয়াদে আমরা মনে করি, এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রসঙ্গত, ভারত যেসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিকসামগ্রী, সুতা ও সুতার উপজাত এবং আসবাবপত্র।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?