নারায়ণগঞ্জের যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২৫, ১৭:১৮
শেয়ার :
নারায়ণগঞ্জের যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসময় সোনারগাঁও পৌর এলাকায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবারহ বন্ধ থাকবে। এ ছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

আজ বুধবার তিতাস গ্যঅস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য দৈলেরবাগ, পৌরভবনাথপুর, সাহাপুর, রামকৃষ্ণপুর, উদ্ধবগঞ্জ, বৈদ্দ্যের বাজার, নোয়াইল, ভট্টপুর, অর্জুন্দি, ইছাপারা, হাতকোপা, ত্রিপরদী, বড়নগর, সাদিপুর, বাড়ি মজলিশ, হাবিবপুর, পিরোজপুর, দমদমা, আষাড়িয়ারচর, জৈনপুর, মল্লিকপাড়া, সোনাখালী, দড়িকান্দি এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসময় সোনারগাঁও পৌর এলাকায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবারহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত ।