দুর্গম যমুনা চরে খামারিকে হত্যা করে ৩ গরু লুট

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০২৫, ১৪:৪৭
শেয়ার :
দুর্গম যমুনা চরে খামারিকে হত্যা করে ৩ গরু লুট

সিরাজগঞ্জের চৌহালীতে দুর্গম যমুনা চরে খামারি তারা মিয়াকে (৬৫) শ্বাসরোধে হত্যা করে তার ৩টি গরু লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। 

গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউনিয়ার চরে এ নির্মম হত্যা ও লুটের ঘটনা ঘটে। 

নিহত তারা মিয়া চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত কুদ্দুস মিয়ার ছেলে। 

জানা গেছে, নিহত তারা মিয়া তার নাতি ইব্রাহিম খলিলকে (১৮) সঙ্গে নিয়ে ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়ার চরে অস্থায়ী ঘর তুলে সেখানে থাকতেন। আর কৃষিকাজ ও গবাদিপশু পালন করতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল রামদা ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘরে হামলা চালায়। প্রথমে ডাকাত দল তার নাতি ইব্রাহিমকে মারধর করে একটি বস্তায় ঢুকিয়ে বস্তার মুখ বেঁধে তাকে আটকে রাখে। এরপর তারা মিয়ার গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর ঘরে থাকা ৩টি গরু লুট করে ডাকাত দল নৌকাযোগে যমুনা নদীপথে পালিয়ে যায়। খবর পেয়ে চৌহালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত তারা মিয়ার ভাগ্নে আকরাম মোল্লা জানান, খামারে বিশাল সাইজের অনেকগুলো গরু ছিল। কয়েকদিন আগে সেগুলো বাড়িতে নেওয়া হয়েছে। অনেক আগে থেকেই পরিকল্পনা করে ডাকাতরা। কিন্তু ডাকাতি করতে এসে বড় গরু না পেয়ে হয়তো বা উত্তেজিত হয়ে নানাকে হত্যা করে নাতিকে বেঁধেও রেখে যায় ডাকাত দল।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। চর থেকে ইতোমধ্যেই ২টি গরু উদ্ধার করা হয়েছে । এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এদিকে এ ঘটনার পর চরবাসীর মধ্যে চরম ডাকাত আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।