ড. আলী রিয়াজের বিশেষ সাক্ষাৎকার /
সংস্কারের জন্য কি নির্বাচন পেছাবে? (ভিডিও)
প্রধান উপদেষ্টা তো ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যকার একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের কারণে নির্বাচন পেছানোর কোনোই সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ।
গতকাল মঙ্গলবার দৈনিক আমাদের সময়কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করা প্রসঙ্গে ড. আলী রিয়াজ বলেন, ‘সরকারের লক্ষ্য সরকার পালন করবে। কিন্তু আমাদের পক্ষ থেকে যেটা করতে পারি, এটাকে কেন্দ্র করে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনোই সুযোগ নেই। যতোটা পারি আমরা চেষ্টা করে যাব, সবটা অর্জন করতে পারলে ভাল, আর সবটা না পারলেও মেয়াদকালের মধ্যেই কাজ শেষ করতে চাই। আপনারা জানেন, ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে আগস্টের ১৫ তারিখ ৬ মাসের একটি হিসেব রয়েছে। কিন্তু জুলাই মাসেই আমাদের সকল কাজ সম্পন্ন করার চেষ্টা থাকবে। এর চেয়ে দ্রুততার সঙ্গে কাজ করা মনে হয় না সম্ভব।’
বিভিন্ন দলের মতামত বিবেচনাধীন নিজেদের লক্ষ্য নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশন যখন রাজনৈতিক দলের মতামত চেয়েছে, তারা দিয়েছে। আমরা সেটা পড়েছি। আমার জামায়াতের ইসলামীরটাও পড়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আর গণ অধিকার পরিষদসহ সবারটাই পড়েছি আমরা। সেগুলো পড়ে আমরা কতগুলো লক্ষ্য নির্ধারণ করেছি। যেমন, ক্ষমতার ভারসাম্য আনতে চাই, ক্ষমতার এককেন্দ্রিক করতে চাই না, বিচার বিভাগের স্বাধীনতা চাই এবং স্থানীয় সরকার শক্তিশালী করতে চাই। তো, এগুলোর সঙ্গে যা যা মিলেছে, সেগুলোই এসেছে। এটা ক দল খ দল বা গ দল হিসেবে বিবেচনা করা হয়নি।’
জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সহ-সভাপতি আরও যোগ করেন, ‘রাজনৈতিক দলগুলো প্রস্তাব দিয়েছেন মানে তারা বিবেচনা করেই দিয়েছেন। আমরা ভেবেছি। সবটা না পারলেও কিছু বিষয় একটু পরিবর্তন করে করা যেতে পারে। মূলত সবার সবকিছুই আমরা বিবেচনায় রেখেছি। শুধুমাত্র অমুক দিয়েছে বলে সেভাবে বিবেচনা করিনি।’
সাক্ষাৎকারের শেষের দিকে সকল দলের বিবেচনাগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিবেচনা প্রায় একিভূত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বিবেচনা করেছি আমরা যে বিষয়গুলো অর্জন করতে চাই, আমার মতে, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি চায়, সকলেই একই বিষয় চায়। তারা চায় যেহেতু অনেক জায়গায় মিল হয়েছে। আর সেটা হওয়ারই তো কথা।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার