পবিত্র ঈদুল আজহা কবে হতে পারে

অনলাইন ডেস্ক
২০ মে ২০২৫, ২০:০৭
শেয়ার :
পবিত্র ঈদুল আজহা কবে হতে পারে

আগামী মাসেই অনুষ্ঠিক হবে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় কবে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে তা এখনো জানাতে পারেনি কোনো দেশ। তবে ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হতে পার তার একটি ধারণা দিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত জোতির্বিদ ড. ফাহিম হাশমি। 

পাকিস্তানি সংবাদমাধ্যম টাইমস অব করাচির খবরে বলা হয়, ড. হাশমি জানিয়েছেন, আগামী ২৭ মে পাকিস্তানে জিলহজ মাসের চাঁদের বয়স থাকবে মাত্র ১১ ঘণ্টা। পরের দিন ২৮ মে এ চাঁদের বয়স হবে ৩৫ ঘণ্টা। তাই ২৭ মে নয়, পাকিস্তানে ২৮ মে দেখা যাবে জিলহজ মাসের চাঁদ। 

তিনি জানান, পাকিস্তানে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্‌যাপিত হয়। সৌদি আরবে সম্ভবত ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। ২৭ মে সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ৫ জুন হজ অনুষ্ঠিত হবে, আর ৬ জুন হবে ঈদ। সেক্ষেত্রে পাকিস্তানে ৭ জুন ঈদ উদ্‌যাপিত হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ধর্মীয় কর্তৃপক্ষ। 

চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর ও দেশটির রুয়েত-ই-হিলাল কমিটি ঈদের দিন ধার্যের ঘোষণা দেবে। 

প্রসঙ্গত, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে সাধারণত একই দিন ঈদ উদ্‌যাপন করা হয়। অর্থাৎ এ তিন দেশেই সৌদি আরবের পরের দিন ঈদ উদ্‌যাপন করা হয়ে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশেও আগামী ৭ জুন ঈদ উদ্যাপনের সম্ভাবনা রয়েছে।