সোনারগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও
২০ মে ২০২৫, ১৯:০২
শেয়ার :
সোনারগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে কর্মশালা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে করণীয়বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিশেষজ্ঞ মাহমুদুল আমিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (কাঁচপুর সার্কেল) সেগুফতা মেহরিন, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল প্রমুখ।

উপজেলার বিভিন্ন এলাকার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক প্রতিনিধি ও ৬০ জন শিক্ষার্থী প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যম কর্মী এ কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় অংশগ্রহণকারীর গ্রুপ ভিত্তিক আলোচনা শেষে আলোচনা শেষে তাদের মতামত লিখিত আকারে প্রকাশ করেন। পরে সেই মতামতের উপর বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।