মার্চ টু যমুনা /
পুলিশের বাধায় কাকরাইল মোড়ে অবস্থান পোশাকশ্রমিকদের
বকেয়া বেতন পরিশোধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পোশাকশ্রমিকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। বাধার মুখে তারা কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৩টা দিকে মিছিল নিয়ে কাকরাইল মোড়ের দিকে আসেন আন্দোলনকারীরা। এ সময় ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক শ্রমিক-কর্মচারীদের সব পাওনা পরিশোধের দাবি জানান তারা। এ ছাড়া তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে চান। এ জন্য স্লোগান দিতে দিতে তারা যমুনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আন্দোলনকারী শ্রমিকরা কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এরপর আন্দোলনকারীরা কাকরাইল মোড়ে অবস্থান নেন। এ সময় বেতনের দাবিতে তাদের নানা স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?