শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল

অনলাইন ডেস্ক
২০ মে ২০২৫, ১৬:৪৯
শেয়ার :
শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার পর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এ কারণে ওই এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। 

বিক্ষোভ কর্মসূচিতে ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এসব স্লোগান দিতে দেখা যায় ছাত্রদল নেতাকর্মীদের।

এর আগে গত রবিবার বিকেলে একই দাবিতে প্রায় দুই ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।