অবশেষে মনু মিয়ার সঙ্গে দেখা হলো অভিনেতার

বিনোদন প্রতিবেদক
২০ মে ২০২৫, ১৬:৩৮
শেয়ার :
অবশেষে মনু মিয়ার সঙ্গে দেখা হলো অভিনেতার

বিনা পারিশ্রমিকে ৩ হাজারের বেশি কবর খনন করেছেন কিশোরগঞ্জের মিঠামইনের মনু মিয়া। গ্রামে কারো মৃত্যুর খবর পেলেই নিজের লাল রঙের ঘোড়ায় তিনি ছুটে যান। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন মনু মিয়া। তার অনুপস্থিতিতে বিশ্বস্ত সঙ্গী লাল রঙের ঘোড়াটিকে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। যা নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল সমালোচনা।

সবার মতোই বিষয়টি নজরে এসেছে জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের। এ নিয়ে গতকাল সোমবার ফেসবুক পোস্টও দেন তিনি। দাঁড়াতে চান মনু মিয়ার পাশে। গতকাল পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই মানুষটির সঙ্গেও যোগাযোগও হয় খায়রুল বাসারের। আর আজ মঙ্গলবার ফেসবুকে এই অভিনেতা জানান, মনু মিয়ার সঙ্গে তার দেখা হওয়ার কথা।

দুটি ছবি পোস্টে করে খায়রুল বাসার লিখিছেন, ‘আজ এক নায়কের সাথেই দেখা হলো আমার। আমি নিজ চোখে এক নায়ককেই দেখে আসলাম, বুক মেলালাম এক নায়কের সাথে! আজন্ম এক নায়ক মনু মিয়া। এই নায়কের গল্প বলব শিগগিরই। এটুকু বলি, যে মনু মিয়া অসহায় না বরং অসহায়ের সহায় হয়ে ওঠার প্রচণ্ড শক্তি আছে মনু মিয়ার। এই দিশাহীন সমাজে এক আদর্শের নাম মনু মিয়া।’

এর আগে গতকাল পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। ঘোড়া কিনে দেওয়ার বিনিময়ে আমার কবর খোঁড়া পর্যন্ত আল্লাহ উনাকে বাঁচিয়ে রাখুন। কেউ যদি মনু মিয়ার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারেন কৃতজ্ঞ থাকব।’

জানা যায়, গতকাল রাতেই হাসপাতালে মনু মিয়ার সঙ্গে দেখা করেন খায়রুল বাসার। কথাও বলেন দীর্ঘক্ষণ।