রাজবাড়ীতে যুবলীগ ও কৃষকলীগের ২ নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
২০ মে ২০২৫, ১৫:০২
শেয়ার :
রাজবাড়ীতে যুবলীগ ও কৃষকলীগের ২ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা মামলায় যুবলীগ ও কৃষকলীগের ২জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে রাজবাড়ী সদর থানা ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলো, জেলার গোয়ালন্দ উপজেলার ইবাদুল্লা মিস্ত্রিীপাড়া, পৌর-৯নং ওয়ার্ড’র মোহাম্মদ আলী শেখের ছেলে ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান (৪২) এবং রাজবাড়ী সদর উপজেলার বড় নুরপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে ও শহীদওহাবপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. ইলিয়াস মোল্লা ওরফে মিঠু (৫০)। 

জানা গেছে, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২ টার সময় রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগণের উপর দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে। তাদের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে গুলি ছুড়তে থাকে। মারপিটে ও ছোড়া গুলিতে আন্দোলনে থাকা জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইন সহ আরো অনেকে গুলিবিদ্ধ ও আহত হয়। 

পরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ( বেপারীপাড়া) গ্রামের মো. তারেখ খানের ছেলে মো. জিসান হোসাইন খান বাদী হয়ে এজাহারনামীয় ১৪ জন আসামি ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় গত ২ সেপ্টেম্বর মামলা দায়ের করে। এ মামলায় রাজবাড়ী সদর থানার এসআই এনায়েত শিকদার সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে গতকাল সোমবার রাত সোয়া ৪টার সময় রাজবাড়ী সদর থানার বড় নুরপুর এলাকা থেকে মামলার ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত মো. ইলিয়াস মোল্লা ওরফে মিঠুকে গ্রেপ্তার করেন। 

অপরদিকে, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর গুলিবর্ষণ সহ নানা অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। 

এ ঘটনায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে গতকাল রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স সহ গোয়ালন্দ পৌরসভার ১ নং জুড়ান মোল্লার পাড়ার তোরাই মোড় থেকে গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়। 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।