শ্রমিক অসন্তোষের জেরে টঙ্গীতে পোশাক কারখানা বন্ধ
গাজীপুরের টঙ্গীতে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের জেরে ‘বেইস ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালের দিকে এটি বন্ধ ঘোষণা করা হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৮টায় টঙ্গীর সাতাইশ এলাকার ‘বেইস’ নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে ছাটাইকৃত শ্রমিকের চাকরিতে পূর্ণবহাল ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন। এ সময় তারা সাতাইশ রোডের উভয় পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
শ্রমিকদের উত্তেজনাকর পরিস্থিতির জেরে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য কারখানার সামনে অবস্থান নিয়েছেন।
এদিকে কারখানা বন্ধের ঘোষণার সংবাদ পেয়ে কারখানার শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তাদের কয়েকজন সহকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেন তারা।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, কারখানাটির শ্রমিক ছাঁটাই ও গ্রেপ্তারের ফলে ‘বেইস পোশাক’ কারখানার শ্রমিকদের আন্দোলন চলছে। কর্তৃপক্ষ কোনো আলোচনা ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা উত্তেজিত হয়ে জোরালো আন্দোলন করছেন।
উল্লেখ্য, গত ১৮ মে প্রতিষ্ঠানটির এক শ্রমিককে ছাঁটাই করার প্রতিবাদে ১৯মে কারখানার ৮০০ শ্রমিক কর্মবিরতি পালন করেন।