বিজিবির অভিযানে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোল প্রতিনিধি
২০ মে ২০২৫, ১৩:২৬
শেয়ার :
বিজিবির অভিযানে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি সাত লাখ ৪২ হাজার টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকার সোমবার রাতে আমড়াখালী চেকপোস্ট সীমান্ত, হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ি, কম্বল, থ্রি- পিস, টর্চ লাইট, পান মসলা,তামাক, জর্দা, ট্রান্সমিটার ইকুইপমেন্ট, ফায়ার ইকুইপমেন্ট, কারেন্ট জাল, জিরা, সিগারেট, বিভিন্ন প্রকার চকলেট, সিএনজি, বিভিন্ন প্রকার ওষুধ, কসমেটিক্স সামগ্রী এবং একটি সিএনজি জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। জব্দ পণ্যের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি সাত লাখ ৪২ হাজার টাকা। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, চোরাকারবারিরা এসব পণ্যের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।