নায়িকাকে হত্যার হুমকি
পুরো নাম জান্নাতুল ফেরদৌস মিষ্টি। ২০১৪ সালের মাঝামাঝি ‘লাভ স্টেশন’র মধ্যদিয়ে সিনেমায় তার যাত্রা শুরু। সবাই তাকে চেনেন মিষ্টি জান্নাত নামেই। অভিনয় দিয়ে আলোচনায় না আসলেও, ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে প্রায়ই সংবাদের শিরোনাম হয়েছেন এই চিত্রনায়িকা।
এবার মিষ্টি জান্নাত জানালেন, বিভিন্ন নম্বর থেকে তার কাছে চাঁদা চাওয়া হচ্ছে। শুধু তাই নয়, দেওয়া হচ্ছে হত্যার হুমকিও।
গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘গতকাল থেকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে মেসেজ করে, কল দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। আর ব্লক করে দিলে অন্য নাম্বার থেকে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নায়িকার এমন পোস্টের মন্তব্যে নেটিজেনরা তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তাকে থানা সাধারণ ডায়েরি (জিডি) করার উপদেশও দিয়েছেন।
বলা দরকার, সিনেমায় একটা সময় নিয়মিত কাজ করেছেন মিষ্টি জান্নাত। তবে বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন। নায়িকার পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। সম্প্রতি নাম লিখিয়েছেন ব্যবসাতেও।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট