বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা অমি
বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। গতকাল সোমবার রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। গণমাধ্যমে সুখবরটি নিজেই নিশ্চিত করেছেন অমি নিজেই।
তিনি বলেন, ‘রাত ৯টার দিকে সন্তানের জন্ম হয়েছে। মা-ছেলে দুজনই সুস্থ আছে। আপনারা দোয়া করবেন।’
এর আগে, ফেসবুকে বাবা হওয়ার খবর জানিয়ে একটি পোস্ট করেন অমি। লিখিছেন, ‘আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হলাম। সবাই দোয়া করবেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অবশ্য গেল মাসেই সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটিয়ে দিলাম। আমাদের বেবি হবে। এখনো আমি আসলে জানি না যে ছেলে হবে, নাকি মেয়ে। ইনফ্যাক্ট, এটা জিজ্ঞেসও করিনি। যেটাই হবে, আমি চাই, আমার সুস্থ সন্তান হোক এবং আমার ওয়াইফ সুস্থ থাকুক। সবার কাছে দোয়া চাই।’
এদিকে, গেল ঈদে মুক্তি পেয়েছে অমি নির্মিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ, সাইদুর রহমান পাভেলসহ অনেকেই। আর মুক্তির অপেক্ষায় আছে তার বহুল আলোচিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের নতুন সিজন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট