নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার নোবেল
জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। গতকাল সোমবার তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দায়ের করেছেন এক কলেজছাত্রী। তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ডেমরার শারুরিয়ার আমতলার নিজ বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, মামলা দায়েরকারী মেয়েটি ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে ভুক্তভোগীকে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
মেয়েটির বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে। ৭ মাস ধরে নোবেল মেয়েটিকে ধর্ষণ করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন নোবেল। আলোচনায় এসেছেন একাধিক বিয়ে করেও। কিন্তু কোনো সংসারই স্থায়ী হয়নি। ২০১৯ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনার সৃষ্টি করেন এই গায়ক। নিয়মিত মাদক গ্রহণের কারণে ভেঙে যায় তার সংসার। এরপর ২০২৩ সালের শেষে ফের নোবেলের বিয়ের খবর সামনে আসে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অন্যদিকে, দুই বছর আগেও নোবেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেবার প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। টাকা নিয়েও অনুষ্ঠান না কথার কারণে ২০২৩ সালে নোবেলের বিরুদ্ধে মামলা করা হয়।