লাইভে পরীমণি /

‘ঝুলন্ত দেহের খবর রটিয়ে কোনো লাভ নেই’

বিনোদন ডেস্ক
২০ মে ২০২৫, ১১:৩০
শেয়ার :
‘ঝুলন্ত দেহের খবর রটিয়ে কোনো লাভ নেই’

নানা সময়েই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এবার তাকে ঘিরে ছড়িয়েছে মৃত্যুর গুজব। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে-‘পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার’-শিরোনামের একটি ভুয়া খবর। বিভ্রান্তিকর সেই তথ্যে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা গুঞ্জন।

গুজবের জবাবে গতকাল সোমবার রাতে ফেসবুক লাইভে আসেন পরীমণি। লাইভে এসে স্পষ্টভাবে বলেন, ‘আমি বেঁচে আছি।’ লাইভের ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘মৃত মানুষকে কখনো লাইভে আসতে দেখেছো?’

তিনি লাইভে বলেন, ‘চার বছর আগে যা বলেছিলাম, সে কথাই বলছি। আমি স্বাভাবিক মৃত্যু পছন্দ করি। কোনোভাবেই আত্মহত্যার পথ বেছে নেব না। আমি আমার বাচ্চাদের নিয়ে সুখী আছি। ঝুলন্ত দেহ পাওয়া গেছে-এমন খবর রটিয়ে দিয়ে কোনো লাভ হবে না। আবারও বলছি, যদি দেখেন হঠাৎ আমার মৃত্যু হয়েছে, জানবেন-আমাকে খুন করা হয়েছে। আত্মহত্যা করিনি।’

তিনি আরও বলেন, ‘আমি জীবনে সুইসাইড করব না, এমন ঘটনা ঘটবে না।’ মরতে তো সবারই হবে-তবে স্বাভাবিক মৃত্যু সেটাও উল্লেখ করেন পরিমণি।

বর্তমানে নতুন একটা সিনেমার স্যুট করছেন বলেও লাইভে জানান পরীমণি। এ নিয়েই মূলত তার এখন ব্যস্ততা।