আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২০ মে ২০২৫, ০৮:২২
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

জুলাই ঐক্য

সচিবালয় ও প্রশাসনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে থাকা আওয়ামী লীগের দোসরদের তালিকা প্রকাশ করবে গণ-অভ্যুত্থানের স্প্রিট ধারণকরা ৮০টি সংগঠনের ঐকবদ্ধ প্লাটফর্ম 'জুলাই ঐক্য'। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা এ তালিকা প্রকাশ করবে।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা বেলা সাড়ে ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। বেলা পৌনে ১২টায় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা একই স্থানে অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা। 

স্মরণ সভা

জাতীয়তাবাদী সমমনা জোট শীর্ষ সংগঠন জাগপা আয়োজন শফিউল আলম প্রধান ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আমরা বিএনপি পরিবারের কর্মসূচি

২০২৪- গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের বাসায় যাবে ‘আমরা বিএনপি পরিবার’। সকাল সাড়ে ১০টায় তেঁতুলতলা নামাপাড়া খিলক্ষেতের ওই বাসায় যাবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

যুব ও ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে যুব সমাবেশে যোগ দেবেন। বেলা ১১টায় জাতীয় যুব প্রশিক্ষণ ইনস্টিটিউট, সাভারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।