মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরছেন দীপিকা

বিনোদন সময় ডেস্ক
২০ মে ২০২৫, ০০:০০
শেয়ার :
মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরছেন দীপিকা

পর্দায় অনেক দিন ধরেই দেখা নেই দীপিকা পাড়ুকোনের। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে বেশ লম্বা সময় পর আবার তিনি ফিরছেন চেনা ভুবনে। তবে এই ফেরার যাত্রায় যে অঙ্কের পারিশ্রমিক হাঁকালেন, তাতে বলিপাড়ায় শোরগোল উঠেছে। ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, ‘অ্যানিমেল’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘স্পিরিট’ দিয়ে ফিরছেন দীপিকা। এর জন্য অভিনেত্রী পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ২০ কোটি রুপি। এতে দীপিকার বিপরীতে থাকছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস।

এর আগেও দীপিকা-প্রভাস জুটিকে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। পারিশ্রমিকের দিক দিয়ে শীর্ষ নায়িকারা এখন পর্যন্ত ১০ থেকে ১৫ কোটি রুপি নিয়ে থাকেন, যে তালিকায় রয়েছেন- প্রিয়াংকা চোপড়া, আলিয়া ভাট, রাশমিকা মান্দানারা।

সেখানে দীপিকার ‘২০ কোটির’ পারিশ্রমিকের খবর আলোচনা তৈরি করেছে। এটি যদি সত্যি হয়, তবে তা হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক।

চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে ‘স্পিরিট’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে কন্যা সন্তানের মা হয়েছেন রণবীর কাপুরপত্নী। এর পর থেকে মেয়ে দুয়া সিংকে নিয়েই কাটছে অভিনেত্রীর ব্যস্ততা। এর মধ্যে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায়ও তাকে দেখা যাবে।