এবার গুপ্তরচরবৃত্তির অভিযোগে ব্যবসায়ীকে গ্রেপ্তার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৫, ১৬:২৫
শেয়ার :
এবার গুপ্তরচরবৃত্তির অভিযোগে ব্যবসায়ীকে গ্রেপ্তার করল ভারত

ইউটিউবারের পর এবার উত্তর প্রদেশের এক ব্যবসায়ীকে পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার পুলিশ জানায়, শাহজাদ নামে ওই ব্যবসায়ীকে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স গ্রেপ্তরা করে। 

পুলিশের দাবি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর গুপ্তচর হিসেবে কাজ করেন তিনি। তিনি জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ তথ্যও প্রকাশ করছিলেন। 

বিগত বছরগুলোতে শাহজাদ একাধিকবার পাকিস্তান সফরের গিয়েছেন এবং কসমেটিক্স, কাপড় ও মসলাসহ বিভিন্ন পণ্য পাচার করেছেন বলেও অভিযোগ। এই পাচারের সময় তিনি আইএসআইকে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।  

পুলিশের দাবি, ভারতে থাকা আইএসআই এজেন্টকে সিম সরবরাহ করতেন শাহজাদ। রামপুর থেকে উত্তর প্রদেশের অন্যান্য এলাকায় আইএসআই এজেন্টদের পাঠানোর ব্যবস্থাও করতেন তিনি। 

এর আগে পাকিস্তানের হয়ে গুপ্তরচরবৃত্তির অভিযোগ এনে এক ইউটিউবার নারীকে গ্রেপ্তার করে পুলিশ।