ঝিনাইদহে শ্রমিকদল নেতা আটক

নিজস্ব প্রতিনিধি
১৯ মে ২০২৫, ১৪:২২
শেয়ার :
ঝিনাইদহে শ্রমিকদল নেতা আটক

ঝিনাইদহে শ্রমিকদল নেতা সেকেন্দার আলী লাল মিয়া (৩৫) হত্যার মামলার আসামি রফিকুল ইসলাম সোমকে (৫৫) আটক করেছে ঝিনাইদহ র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬)। গতকাল রবিবার রাত ৯ টার পর ঝিনাইদহ শহর থেকে তাকে আটক করে র্যাব । 

সেকেন্দার আলী লাল মিয়া হরিনাকুন্ড উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক ও নারায়নপুর গ্রামের মৃত আবু বক্কার বিশ্বাসের ছেলে । আটক সোম সদর উপজেলার আরাপপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে । 

জানা গেছে , ২০১৬ সালের ২৭ জুলাই দুপুরে শ্রমিকদল নেতা সেকেন্দার আলী লাল মিয়া গরু ক্রয়ের জন্য বাড়ি থেকে বের হয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি । এরপর ২০১৮ সালের ২ আগষ্ট কালীগঞ্জ উপজেলার কড়াইতলা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ । ঘটনা কেন্দ্র করে নিহত শ্রমিক দল নেতার বোন মোছা: মনিরা খাতুন বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের কারেন । 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন , গতকাল রাতে র্যাব তাকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে । আসামিকে আজ আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।