রোকেয়া চরিত্রে হলিউড-বলিউডের কাউকে চান কাবিলা!
দর্শকদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। ক’দিন আগে নির্মাতা কাজল আরেফিন অমি ঘোষণা দিয়েছেন খুব শিগগিরই আসছে জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন। ইতিমধ্যেই শুরু হয়েছে সিজন ৫-এর শুটিং, প্রকাশ হয়েছে ফার্স্টলুক ও পোস্টার। এখন চলছে প্রচার-প্রচারণা।
তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার নির্মাতার সঙ্গে কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশের একটি কথোপকথনের ভিডিও প্রকাশ করা হয়। যেখানে কথা হয়- এই সিরেজের জনপ্রিয় চরিত্র রোকেয়াকে নিয়ে।
প্রমোশনাল ভিডিওতে নির্মাতার অমিকে কাবিলা জানান, তিনি দেশ-বিদেশে গেলে দর্শকরা তার কাছে রোকেয়ার কথা জানতে চায়। রোকেয়াকে বেশি দেখতে চায়। এমনকি বিদেশীরাও কাবিলার সঙ্গে রোকেয়াকে খোঁজেন!
এ কারণে নতুন সিজনে রোকেয়াকে দর্শকদের সামনে আনার আবদার জানিয়ে কাবিলা বলেন, রোকেয়া বাংলাদেশি কোনো চরিত্র হবে না ভাইয়া। হয় হলিউডে যেতে হবে, নয়তো বলিউডে যেতে হবে! উত্তরে নির্মাতা বলেন, হলিউডের কাউকে এই চরিত্র দিলে সে কিভাবে নোয়াখালীর ভাষায় কথা বলবে?
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
পাল্টা জবাবে কাবিলা বলেন, আমি আছি তো ভাইয়া। শিখিয়ে নেব, আপনি কি জন্য টেনশন করছেন ভাইয়া? অমির প্রশ্ন, রোকেয়াকে আনলে ইভার কি করব? দুইটি চরিত্র কিভাবে থাকবে?
উত্তরে কাবিলা বলেন, আমি আছি না! কাবিলার যদি দুইটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে ওজন হবে কিভাবে? আমার রোকেয়া-ইভা দুজনকেই লাগবে! আপনি ডিরেক্টর, আপনি চাইলে সব সম্ভব। এবার তো বাজেট তো বেশি। প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট, আমার দুজনকেই লাগবে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে, ক’দিন আগে নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, আগামীতে তিনি রোকেয়াকে দর্শকদের সামনে হাজির করবেন। তবে কে সেই রোকেয়া, তা পরিস্কার করেননি।
তিনি আরও জানান, এখনও শুটিং চলছে। দর্শকদের জন্য বড় চমক থাকছে এবার। শিগগিরই প্রচারের তারিখ জানিয়ে দেওয়া হবে।
অমির কথায়, ‘একটা সিজন শেষ করার পর চাইলেই সাথে সাথেই নতুন সিজন শুরু করতে পারি। কিন্তু তাতে বৈচিত্র্য থাকবে না। আমি চাই, প্রতিটি সিজনে দর্শক নতুন কিছু পাক। এজন্যই সময় নিয়ে চিন্তা করে, রিসার্চ করে পরিকল্পনা করি। তবে আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, এটা বলতে পারি।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
নতুন সিজনের প্রোমোশন ও আপডেটের জন্য ইউটিউবে ‘বুম ফিল্মস’ নামে একটি চ্যানেল চালু করা হয়েছে। এখানে ব্যাচেলর পয়েন্টসংক্রান্ত সবকিছুই পাওয়া যাবে বলে জানান নির্মাতা।