রোনালদোয় অনুপ্রাণিত মেসি
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি তার সহ-কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ‘সুন্দর’ প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা বলেছেন। মেসি তার যুগ-সংজ্ঞায়িত প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে বলেছেন রোনালদো ও তিনি সেই সময়কালে সম্মিলিতভাবে ১৩টি ব্যালন ডি’অর জিতেছেন।
মেসি বার্সেলোনায় এবং রোনালদো রিয়াল মাদ্রিদে, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা একটি সম্পূর্ণ প্রজন্মকে গড়ে তুলেছিল। সর্বকালের সেরা দুই খেলোয়াড় হিসেবে ব্যাপকভাবে বিবেচিত, উভয় খেলোয়াড়ই অসংখ্য শিরোপা জিতেছেন এবং তাদের নিজ নিজ ক্লাবের হয়ে অগণিত গোল করেছেন (মেসি ৬৬৬, রোনালদো ৪৫০)।
তবুও, দুজনের মধ্যে লড়াই সম্মানজনক ছিল এবং বিশ্বকাপ বিজয়ী রোনালদোর সাথে প্রতিযোগিতায় কাটানো সময়ের কথা স্নেহের সাথে বলেছিলেন।
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
‘এটি সর্বদা একটি যুদ্ধ ছিল,’ মেসি অফিসিয়াল ব্যালন ডি’অর এক্স অ্যাকাউন্টে বলেছেন।
মেসি বলেন, ‘ক্রীড়ার দিক থেকে, এটি খুব সুন্দর ছিল। আমরা একে অপরকে আরও ভালো হতে উৎসাহিত করেছি। কারণ, আমরা উভয়ই অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিলাম।’
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র
তিনি আরও বলেন. ‘সে সর্বদা সবকিছু জিততে চেয়েছিল এবং আমিও তাই করেছি। এটি আমাদের জন্য এবং ফুটবল প্রেমীদের জন্য একটি সুন্দর সময় ছিল।’ এতটা দীর্ঘসময় দুই ফুটবলারের একে অপরকে ছাড়িয়ে যাওয়ার যুদ্ধ বলতে গেলে বিরল। এই সময়টাতে বিশে^র অন্য ফুটবলাররাও তাদেরকে ছাড়িয়ে যেতে পারেননি। মেসি ২০১৪ সালের বিশ^কাপ ফাইনাল আর ২০১৫ ও ১৬ এর দুইবার কোপার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি। অন্যদিকে রোনালদো ২০১৬ সালের ইউরো ও ২০১৮ সালে ইউরো নেশন্স জিতে নেয়। কিন্তু ২০২১ সালে কোপা আমেরিকা শিরোপা জেতার মধ্য দিয়ে মেসি তার বন্ধ্যত্ব ঘোচায়।