৩৫ সাংবাদিককে নিয়ে বাস খাদে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
১৮ মে ২০২৫, ২১:১৪
শেয়ার :
৩৫ সাংবাদিককে নিয়ে বাস খাদে

খবর সংগ্রহের পর ঢাকা ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। তারা সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রিভারাইন বিজিবি’র বয়ারসিং ভাসমান বিওপি উদ্বোধনের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন।

আজ রবিবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাঠির মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক চিকিৎসা শেষে সাংবাদিকরা সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নে অবস্থান করছিলেন। পরে তাদেরকে অন্য একটি পরিবহনে ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সংগ্রহের জন্য ঢাকা থেকে ৩৫ জনের একটি সাংবাদিক টিম সাতক্ষীরায় গিয়েছিলেন। পরে তারা সুন্দরবন সফরে করেন। সেখান থেকে আজ ঢাকায় ফেরার পথে তাদের বহনকারী বাসটি তালার মির্জাপুরের ইসলামকাঠি মোড়ে পৌছালে একটি কাভার্ড ভ্যান বাসটিকে ধাক্কা দেয়।

পরে রাস্তার দুরবস্থা ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে খবর পেয়ে বিজিবির একটি ইউনিট, পাটকেলঘাটা থানা পুলিশের একটি দল, তালা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দীন জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। পরে বিজিবির সহযোগিতায় আরেকটি বাসে তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।