মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

অনলাইন ডেস্ক
১৮ মে ২০২৫, ২০:৫৮
শেয়ার :
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

রাজধানীর মিরপুরের ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুন লেগেছে। আজ রবিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে এ খবর পায় ফায়ার সার্ভিস।  

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে ১৫ মিনিটের মাথায় মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট সেখানে গেছে। পরে আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। দারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

তালহা বিন জসীম আরও বলেন, কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশন থেকে আর চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।