৫ মাসে ৩০০ বার হামলা হয়েছে পাকিস্তানের যে প্রদেশে

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৫, ১৯:৫৬
শেয়ার :
৫ মাসে ৩০০ বার হামলা হয়েছে পাকিস্তানের যে প্রদেশে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় চলতি বছর প্রায় ৩০০ বার হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। আজ দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।  

প্রতিবেদন অনুযায়ী প্রদেশে সবচেয়ে বেশি হামলা হয়েছে উত্তর ওয়াজিরিস্তানে। সেখানে হামলার সংখ্যা ৫৩টি। এ ছাড়া বান্নুতে ৩৫টি, ডেরা ইসমাইল খানে ৩১টি সশস্ত্র হামলা হয়েছে। 

এই হামলার দায়ে প্রদেশে ১১১৬ জনকে চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৯৫জনকে। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে ১৪৮ জন বন্দুকধারী। সবচেয়ে বেশি খুন হয়েছে ডেরা ইসমাইল খানে, সংখ্যাটি ৬৭। 

এর আগে ২০২৪ সালে এ্ প্রদেশে হামলা হয়েছিল ৭৩২টি। ২০২৩ সালে ৬৫১টি। সবচেয়ে বেশি হামলা হয়েছে ২০০৯ ও ২০১০ সালে।  

সংবাদমাধ্যমটি জানায়, এত বেশি সংখ্যক হামলা হলেও সেখানে খুব বেশি থানা কিংবা নিরাপত্তা চৌকি নেই। পুলিশের নিরাপত্তার জন্য শক্তিশালী বেষ্টনীও নেই।