সাম্য হত্যার তদন্ত ডিবিকে দেওয়ার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
১৮ মে ২০২৫, ১৭:৪৭
শেয়ার :
সাম্য হত্যার তদন্ত ডিবিকে দেওয়ার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্ত পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রবিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা এ আশ্বাস দেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমসহ কয়েকজন ছাত্র প্রতিনিধি ছিলেন।

অধ্যাপক হোসনে আরা বেগম বলেন, ‘সাম্য খুনের বিচার দ্রুত করার কথা বলা হয়েছে উপদেষ্টাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেন এবং সাম্য হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থা ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন।’

সাম্যর বন্ধু ও সহপাঠী নাহিয়ান ইসলাম বলেন, ‘সাম্য খুনের মূল হোতাদের এখনো ধরা হয়নি। মূল যে সাসপেক্ট, যে ছুরি মেরেছে তাকে গ্রেপ্তার করতে পারলে এ ক্ষেত্রে আশ্বস্ত হব। স্বরাষ্ট্র উপদেষ্টাও আশ্বস্ত করেছেন প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে।’