‘একান্নবর্তী রণজিৎ বিশ্বাস স্মৃতি সম্মাননা’ পেলেন অপরাজিতা সংগীতা

সংবাদ বিজ্ঞপ্তি
১৮ মে ২০২৫, ১৬:১১
শেয়ার :
‘একান্নবর্তী রণজিৎ বিশ্বাস স্মৃতি সম্মাননা’ পেলেন অপরাজিতা সংগীতা

‘একান্নবর্তী রণজিৎ বিশ্বাস স্মৃতি সম্মাননা ২০২৫’ পেলেন চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সংগীতা। তার হাতে সম্মাননা স্মারক, নগদ অর্থ এবং বেলী ফুলের চারা তুলে দেন একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ভাস্কর বন্দ্যোপাধ্যায় এবং বাংলা একাডেমি পুরস্কাপ্রাপ্ত কথাসাহিত্যিক রফিকুর রশীদ।

গতকাল শনিবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একান্নবর্তীর সম্পাদক শেলী সেনগুপ্সাবেক জ্যেষ্ঠ সচিব কবি ও লেখক রণজিৎ কুমার বিশ্বাসের স্মরণে সাহিত্যের ছোট কাগজ 'একান্নবর্তী' প্রতি বছর এই সম্মাননার আয়োজন করে। চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সংগীতার সাথে ২০২৫ সালের অন্যান্য সম্মাননাপ্রাপ্তরা হলেন- কবি, গীতিকার ও প্রাবন্ধিক মতেন্দ্র মানখিন, কথাসাহিত্যিক হাসান অরিন্দম এবং শিশুসাহিত্যিক (মরণোত্তর) রাইদাহ গালিবা কুইন।

সম্মাননা পাওয়ার অনুভূতি ব্যক্ত করে অপরাজিতা সংগীতা বলেন, ‘একজন শিল্পীর স্বীকৃতি তখনই আসে, যখন তার পরিশ্রম ও সৃজনশীলতা সমাজে মূল্যায়িত হয়। এই সম্মাননা আমার জন্য শুধু আনন্দের নয়, গৌরবেরও বিষয়। এটি আমার কাজের প্রতি সমাজের আস্থার একটি প্রতিফলন, যা আমাকে আরও দায়বদ্ধ, আমার কাজে আরও নিবেদিত হতে অনুপ্রেরণা দেবে।’