আমাদের সবাইকে কথা বলতে হবে: মিথিলা
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ঢাকার পাশাপাশি কলকাতাতেও কাজ করে যাচ্ছেন নিয়মিত। অভিনয়ের বাইরে সামাজিক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন এই অভিনেত্রী।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘নারী মৈত্রীর যাত্রা’ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মিথিলা। এ সময় নারী অধিকার ও সমতার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমার সঙ্গে আরও অনেকে ছিলেন, যারা খুব স্বাভাবিকভাবে নারীর সমতা ও অধিকারকে প্রতিষ্ঠা করতে চান। আমি নিশ্চিত, আপনারাও সবাই একই চাওয়া পোষণ করেন। কারণ পৃথিবীর অর্ধেক নারী, অর্ধেক পুরুষ। যদি নারীরা পিছিয়ে থাকে, তাহলে এই পৃথিবী সামনে এগিয়ে যেতে পারবে না।’
নারী অধিকার নিয়ে তিনি আরও বলেন, ‘এটা খুব স্বাভাবিক, এটা কমনসেন্স যে নারী অধিকার নিয়ে এবং নারীর প্রতি যেন বৈষম্য না হয়, সেটা নিয়ে আমাদের সবাইকে কথা বলতে হবে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মিথিলার কথায়, ‘অনেকেই জানেন আমি একজন উন্নয়নকর্মী। এটা আমার ফুলটাইম চাকরি। সেখানে আমাকে বেশি সময় দিতে হয়। পাশাপাশি অভিনয় করি। তাই অভিনয় নিয়ে বড় কোনো পরিকল্পনা করতে পারি না।’
নতুন কাজ নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘গত ঈদে আমার “অ্যালেন স্বপন টু” মুক্তি পেয়েছে। এটা নিয়ে দর্শকের কাছ থেকে প্রতিক্রিয়া ভালোই পাচ্ছি। এছাড়া সম্প্রতি দীপ্ত টিলিভিশনে একটি প্রতিযোগিতার অনুষ্ঠানে কাজ শেষ করেছি। এখানে আমি বিচারক হিসেবে অংশ নিয়েছি। সামনে যদি ভালো কাজ পাই অবশ্যই অভিনয় করব।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট